
- আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

🔤 আর্থিক সংকটের কারণে আপাতত ইভিএম ক্রয় প্রকল্পটি বন্ধঃ নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম।
এবিসি নিউজ ডেস্কঃ
আর্থিক সংকটের কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ করা হচ্ছে না। পরিকল্পনা কমিশন থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এ বিষয়ে জানানো হয়। আজ সোমবার জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ সব কথা বলেন।
সচিব বলেন, ‘সিদ্ধান্তের ভাষাটি হচ্ছে এমন, ইভিএম প্রকল্প বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার ও পর্যালোচনায় আনতে, বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায়, আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ পরিকল্পনা কমিশন এরইমধ্যে আমাদেরকে জানিয়েছে তারা এ মুহূর্তে প্রকল্পটি প্রক্রিয়াকরণ করছে না। এটা বাতিল হচ্ছে না। এ মুহূর্তে এটা রান করছে না। পরবর্তীতে হয়তো রান করবে।’
তিনি বলেন, আমাদের কাছে ২০১৮ সালে ক্রয়কৃত যে পরিমাণ ইভিএম রয়েছে সেগুলো দিয়ে ৭০-৮০টি আসনে নির্বাচন করা সম্ভব। সেগুলোর কোয়ালিটি যাচাই করে ৫০ হোক ৬০ হোক বা ৭০টি আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব। এখন কমিশন এ বিষয়ে বাকি সিদ্ধান্ত নেবে।