এবিসি নিউজ ডেস্কঃ
আর্থিক সংকটের কারণে আপাতত ইভিএম প্রকল্পটি প্রক্রিয়াকরণ করা হচ্ছে না। পরিকল্পনা কমিশন থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এ বিষয়ে জানানো হয়। আজ সোমবার জরুরি এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এ সব কথা বলেন।
সচিব বলেন, ‘সিদ্ধান্তের ভাষাটি হচ্ছে এমন, ইভিএম প্রকল্প বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার ও পর্যালোচনায় আনতে, বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায়, আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ পরিকল্পনা কমিশন এরইমধ্যে আমাদেরকে জানিয়েছে তারা এ মুহূর্তে প্রকল্পটি প্রক্রিয়াকরণ করছে না। এটা বাতিল হচ্ছে না। এ মুহূর্তে এটা রান করছে না। পরবর্তীতে হয়তো রান করবে।’
তিনি বলেন, আমাদের কাছে ২০১৮ সালে ক্রয়কৃত যে পরিমাণ ইভিএম রয়েছে সেগুলো দিয়ে ৭০-৮০টি আসনে নির্বাচন করা সম্ভব। সেগুলোর কোয়ালিটি যাচাই করে ৫০ হোক ৬০ হোক বা ৭০টি আসনে ইভিএম ব্যবহার করা সম্ভব। এখন কমিশন এ বিষয়ে বাকি সিদ্ধান্ত নেবে।
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.