১২ প্রভাবশালী সাবেক কর্মকর্তার ফ্ল্যাট বরাদ্দ বাতিল: গৃহায়ন প্রকল্পে বড় সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৮:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১০ বার পড়া হয়েছে

এবিসি ন্যাশনাল নিউজ ডেস্ক:
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পে বরাদ্দ পাওয়া ১২টি আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বরাদ্দ বাতিল হওয়া এসব ফ্ল্যাট দেশের সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল।
গৃহায়ন প্রকল্পটি ঢাকার ধানমন্ডি এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ), বাড়ি নং-৭১১ (নতুন-৬৩)-তে নির্মাণাধীন একটি ভবনের আওতায় পড়ছে। আজ এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন ও ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে এই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্ল্যাট বরাদ্দ বাতিল হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন:
মো. জহুরুল হক – সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার (৪১০৫.০৫ বর্গফুট)
মোঃ ইউনুসুর রহমান – সাবেক সিনিয়র সচিব (২৩১৫.৮৩ বর্গফুট)
ড. মোঃ মোজাম্মেল হক খান – সাবেক সচিব ও দুর্নীতি দমন কমিশনার (৪৩০৮.৬৮ বর্গফুট)
এম এ কাদের সরকার – সাবেক সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
ড. এম আসলাম আলম – সাবেক সিনিয়র সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
আকতারী মমতাজ – সাবেক সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
মোঃ সিরাজুল হক খান – সাবেক সচিব (২৩১৫.৮৩ বর্গফুট)
মোঃ মঞ্জুরুল বাছিদ – সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ (২৩১৫.৮৩ বর্গফুট)
সৈয়দ আমিনুল ইসলাম – সাবেক রেজিস্ট্রার জেনারেল ও জেলা জজ (২০৪৯.১৩ বর্গফুট)
অধ্যাপক নেহাল আহমেদ – সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (২০৪৯.১৩ বর্গফুট)
মোঃ আনিছুর রহমান – সাবেক নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব (২৩১৫.৮৩ বর্গফুট)
এস. এম. গোলাম ফারুক – সাবেক সিনিয়র সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
এই বরাদ্দ বাতিলের পেছনে কী কী কারণ কাজ করেছে, তা সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ না করলেও সংশ্লিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদন ও বোর্ডের সিদ্ধান্তই এই পদক্ষেপের ভিত্তি বলে জানানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি সম্পদ বরাদ্দে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
এবিসি ন্যাশনাল নিউজ
আপনার চোখ খুলে দেওয়ার প্রতিজ্ঞায়…