এবিসি ন্যাশনাল নিউজ ডেস্ক:
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন ‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’ প্রকল্পে বরাদ্দ পাওয়া ১২টি আবাসিক ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বরাদ্দ বাতিল হওয়া এসব ফ্ল্যাট দেশের সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত ছিল।
গৃহায়ন প্রকল্পটি ঢাকার ধানমন্ডি এলাকার সড়ক নং-১৩ (নতুন-৬/এ), বাড়ি নং-৭১১ (নতুন-৬৩)-তে নির্মাণাধীন একটি ভবনের আওতায় পড়ছে। আজ এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহায়ন কর্তৃপক্ষের গঠিত কমিটির প্রতিবেদন ও ২৭৪তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুসারে এই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্ল্যাট বরাদ্দ বাতিল হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন:
মো. জহুরুল হক – সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার (৪১০৫.০৫ বর্গফুট)
মোঃ ইউনুসুর রহমান – সাবেক সিনিয়র সচিব (২৩১৫.৮৩ বর্গফুট)
ড. মোঃ মোজাম্মেল হক খান – সাবেক সচিব ও দুর্নীতি দমন কমিশনার (৪৩০৮.৬৮ বর্গফুট)
এম এ কাদের সরকার – সাবেক সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
ড. এম আসলাম আলম – সাবেক সিনিয়র সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
আকতারী মমতাজ – সাবেক সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
মোঃ সিরাজুল হক খান – সাবেক সচিব (২৩১৫.৮৩ বর্গফুট)
মোঃ মঞ্জুরুল বাছিদ – সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ (২৩১৫.৮৩ বর্গফুট)
সৈয়দ আমিনুল ইসলাম – সাবেক রেজিস্ট্রার জেনারেল ও জেলা জজ (২০৪৯.১৩ বর্গফুট)
অধ্যাপক নেহাল আহমেদ – সাবেক মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (২০৪৯.১৩ বর্গফুট)
মোঃ আনিছুর রহমান – সাবেক নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব (২৩১৫.৮৩ বর্গফুট)
এস. এম. গোলাম ফারুক – সাবেক সিনিয়র সচিব (২০৪৯.১৩ বর্গফুট)
এই বরাদ্দ বাতিলের পেছনে কী কী কারণ কাজ করেছে, তা সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ না করলেও সংশ্লিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদন ও বোর্ডের সিদ্ধান্তই এই পদক্ষেপের ভিত্তি বলে জানানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে সরকারি সম্পদ বরাদ্দে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।
এবিসি ন্যাশনাল নিউজ
আপনার চোখ খুলে দেওয়ার প্রতিজ্ঞায়…
Board of Directors of ABC National News : Chief Editor and Advisor-Adv Monir Uddin, Ex.Editor and Advisor-Lion Eng.Ashraful Islam, Ex.Editor-Lion Dr.Mana and Lion Palash, Acting Editor-Tawhid Sarwar, News Editor-Aftab Parvez,News Sub Editor-Pojirul Islam and
Co-Editor Siam and Neon.
Dhaka Office : 67/4,5 Chaya Neer, Shanti Bagh Dhaka 1212.