ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
দেবীগঞ্জ থানা পুলিশ কর্তৃক এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সুনামগঞ্জে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ লালমনিরহাটের হাতিবান্ধায় সেফটি ট্যাংকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু ঠাকুরগাঁওয়ের মাদারগঞ্জ গরু হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ! কুষ্টিয়ায় কুলখানি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১ বাংলাদেশের সঙ্গে ‘দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে’ ঢাকায় ডোনাল্ড লু অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক, বন্দরে উষ্ণ অভ্যর্থনা মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ডিমলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে বসতবাড়ি ছাই মিন্টুর লাশ দুবাই থেকে দেশে আনতে পরিবারের আকুতি

বস্তায় আদা চাষ পদ্ধতি

পি কে রায়, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

 

পি কে রায়, নিজস্ব প্রতিবেদকঃ

বস্তায় আদা চাষ করতে গেলে প্রথমে একটি বস্তায় তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালি, এক ঝুড়ি গোবর সার ও ২৫ গ্রাম ফিউরাডন লাগবে।

বালি পানি নিষ্কাশনে সাহায্য করে, ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে।

মাটির সঙ্গে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে সিনথেটিক বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রনটি ভালোভাবে চেপে যাবে। সম্ভব হলে ১চামচ পটাশ সার মিশিয়ে নিন।

আলাদা একটি বালি ভর্তি টবে তিন টুকরো অংকুরিত আদা পুঁতে দিন।

এখানে বলে রাখা ভালো আদার কন্দ লাগানোর আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়।

এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। শোধনের পর আধা ঘণ্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে।

২০-২৫ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে।

কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর দু’মাস পরে আধা চামচ ইউরিয়া মাটিতে প্রয়োগ করুন। মাঝখানে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়।

এপ্রিল-মে মাসে আদা লাগালে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তোলার উপযুক্ত হয়ে যাবে।

এক একটি বস্তায় তিনটি গাছ থেকে এক-দেড় কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি হিসেবে (মরিচ, টমেটো, লেটুস প্রভূতি) চাষ করা যেতে পারে। সে জন্যে নতুন করে মাটি তৈরি করারও দরকার নেই।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বস্তায় আদা চাষ পদ্ধতি

আপডেট সময় : ০৫:৩২:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

 

পি কে রায়, নিজস্ব প্রতিবেদকঃ

বস্তায় আদা চাষ করতে গেলে প্রথমে একটি বস্তায় তিন ঝুড়ি মাটি, এক ঝুড়ি বালি, এক ঝুড়ি গোবর সার ও ২৫ গ্রাম ফিউরাডন লাগবে।

বালি পানি নিষ্কাশনে সাহায্য করে, ফিউরাডন উইপোকার উপদ্রব থেকে রক্ষা করবে।

মাটির সঙ্গে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে সিনথেটিক বস্তায় ভরে ঝাঁকিয়ে নিন তাতে মিশ্রনটি ভালোভাবে চেপে যাবে। সম্ভব হলে ১চামচ পটাশ সার মিশিয়ে নিন।

আলাদা একটি বালি ভর্তি টবে তিন টুকরো অংকুরিত আদা পুঁতে দিন।

এখানে বলে রাখা ভালো আদার কন্দ লাগানোর আগে ব্যাভিস্টিন দিয়ে শোধন করে নিলে ভালো হয়।

এতে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচবে। চাইলে অন্য কোনো ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। শোধনের পর আধা ঘণ্টা ছায়ায় শুকিয়ে নিতে হবে।

২০-২৫ দিন পর ওই আদা থেকে গাছ বের হবে। তখন আদার চারা সাবধানে তুলে বস্তার মুখে তিন জায়গায় বসিয়ে দিন। দিনের অধিকাংশ সময় রোদ পায় এমন স্থানে বস্তাটি রাখতে হবে।

কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বাড়তে থাকবে। চারা লাগানোর দু’মাস পরে আধা চামচ ইউরিয়া মাটিতে প্রয়োগ করুন। মাঝখানে খুঁড়ে মাটিটা একটু আলগা করে দিলে ভালো হয়।

এপ্রিল-মে মাসে আদা লাগালে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে তোলার উপযুক্ত হয়ে যাবে।

এক একটি বস্তায় তিনটি গাছ থেকে এক-দেড় কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।

আদা তুলে নেওয়ার পর সেখানে সবজি হিসেবে (মরিচ, টমেটো, লেটুস প্রভূতি) চাষ করা যেতে পারে। সে জন্যে নতুন করে মাটি তৈরি করারও দরকার নেই।

শেয়ার করুন