৮৭ তম জন্মবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন

- আপডেট সময় : ০২:৩০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্কঃ
জানুয়ারী ১৯, ২০২৩ খৃঃ, বৃহস্পতিবার সকাল ১১.০০ স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রিয় নেতার মাজারে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ও বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।
মৎস্যজীবী দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সেলিম মিঞা, জাকির হোসেন খা, ওমর ফারুক পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির, সদস্য সচিব মোঃ বাকিবিল্লা ও যুগ্ম আহ্বায়ক এম সায়েম উদ্দিন সিয়াম, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, কেন্দ্রীয় নেতা জিয়াউল আহছান জুয়েল প্রমুখ।