২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা

- আপডেট সময় : ০৮:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ২৫৯ বার পড়া হয়েছে

জেলায় এই বছর ৬লাখ ৪০ হাজার মানুষকে এই ট্যাবলেট খাওয়ানো হবে
সুনামগঞ্জ প্রতিনিধি::
২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে পৌর শহরের বুলচান্দ হাই স্কুলের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, মেডিক্যাল অফিসার ডা.সুমন চন্দ্র বর্মণ, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক, পৌরসভার হেলথ ইন্সপেক্টর মো.রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জের বুলচান্দ হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে কৃমি নিয়ন্ত্রণক ট্যাবলেট খাওয়ানো হয়।
এছাড়া সিভিল সার্জন জানান, জেলায় এই বছর ৬লাখ ৪০ হাজার মানুষকে এই ট্যাবলেট খাওয়ানো হবে।