ব্রেকিং নিউজঃ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ থাকবে ৩টি, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৩১০ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন, ক্রিড়া সাংবাদিক
দল থাকবে ৪৮ টি।
ফরম্যাট:
➡️মোট গ্রুপ হবে ১৬ টি।
➡️প্রতি গ্রুপে ৩ টি করে দল থাকবে।
➡️প্রতি গ্রুপে টপ ২ দলকে নিয়ে,
অনুষ্ঠিত হবে নক আউট স্টেজের রাউন্ড
অব থার্টি টু রাউন্ড।
অংশগ্রহণ:
এশিয়া মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ৮টি দল।
আফ্রিকা মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ৯টি দল।
উত্তর আমেরিকা মহাদেশ অংশগ্রহণ ৬টি দেশ।
লাতিন আমেরিকা থেকে অংশগ্রহণ করবে ৬দেশ।
ওশেনিয়া মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ১টি দেশ।
ইউরোপের মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ১৬টি দেশ।