ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা । চিলাহাটিতে নতুন রুপে যাত্রা শুরু করল ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ইপিল গাছ থেকে ডোমারে গৃহবধু দিশার মরদেহ উদ্ধার  নওহাটা পৌর বিএনপি’র কাউন্সিলে সভাপতি রফিক সম্পাদক পিটার নির্বাচিত তেঁতুলিয়ায় তথ্য অধিকার বাস্তবায়ন ও পরবীক্ষণ কমিটির সাথে তথ্য কমিশন বাংলাদেশের পরিচালকের মতবিনিময় সভা নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক আরিফ মিরগন্জ ইউনিয়ন বিএনপির জনসসভা অনুষ্ঠিত।  ঈমানের অগ্নিপরীক্ষা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। 

হুলারহাট-ভান্ডারীয়া স্বরূপকাঠী-বানারীপাড়া-ঢাকা রুটে লঞ্চ যাত্রী বেড়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মিয়াদ হাসান, বরিশাল প্রতিনিধি

হুলারহাট-ভান্ডারীয়া-কাউখালী-স্বরূপকাঠী-বানারীপাড়া-মিরারহাট-শিকারপুর-চৌধুরিরহাট-চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চের যাত্রী বর্তমানে বেড়েছে।

গত কয় মাস পূবে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করায় লঞ্চের যাত্রী একেবারেই কমে যায় তাই যাত্রী শূন্যতায় পরে এই রুটের লঞ্চ গুলো। তাই কিছুদিন পূর্বে লঞ্চ মালিকরা এই রুটে রোটেশন সিস্টেম চালু করে। এবং নতুন কিছু নিয়ম-কানুন আনায়ন করেন তার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই রুটের যাত্রী অনেকটায় বেড়েছে যেটা চোখে পরার মতো।

 

পূবে হুলারহাট- ভান্ডারীয়া- কাউখালী- স্বরূপকাঠী- বানারীপাড়া- মিরারহাট- শিকারপুর- চৌধুরিরহাট- চাঁদপুর- ঢাকা এই রুটে প্রতিদিন লঞ্চ চলা-চল করতো ২/৩টি।

 

রোটেশন সিস্টেম চালু হওয়ার পর হুলারহাট- ভান্ডারীয়া- কাউখালী- স্বরূপকাঠী- বানারীপাড়া- মিরারহাট- শিকারপুর- চৌধুরিরহাট- চাঁদপুর- ঢাকা এই রুটে বর্তমানে প্রতিদিন লঞ্চ চলা-চল করে শুধুমাত্র ১টি। বর্তমানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই রুটের সকল লঞ্চে নতুন করে ডেকারেশন ও রং করানো হয় এবং বিভিন্ন সুযোগ সুবিদা চালু করা হয় যাতে করে খুব সহজেই যাত্রীদের নজর কারতে পারে।

 

আজ বানারীপাড়া লঞ্চঘাটে সরেজমিনে দেখা যায় লঞ্চ যাত্রীদের ভিড় যা ছিলো চোখে পড়ার মতো। এই রুটের লঞ্চ একাধিক ঘাটে ঘাট দেওয়ার কারনে এবং রুটে একটি মাত্র লঞ্চ হওয়ার কারনে এই রুটে লঞ্চ যাত্রী অন্যান্য রুটের থেকে অনেক বেশি।

 

লঞ্চে যাত্রা আরামদায়ক হওয়ায় অনেকেই লঞ্চে যাতায়াত করতে পছন্দ করেন , ক্লান্তাহীর যাতায়াত করা যায় লঞ্চে তাই একটু সময় বেশি লাগলেও যত্রীরা লঞ্চে যাতায়াত করতে পছন্দ করেন বলে জানা যায় যাত্রীদের সাথে কথা বলে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হুলারহাট-ভান্ডারীয়া স্বরূপকাঠী-বানারীপাড়া-ঢাকা রুটে লঞ্চ যাত্রী বেড়েছে

আপডেট সময় : ১১:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

মোঃ মিয়াদ হাসান, বরিশাল প্রতিনিধি

হুলারহাট-ভান্ডারীয়া-কাউখালী-স্বরূপকাঠী-বানারীপাড়া-মিরারহাট-শিকারপুর-চৌধুরিরহাট-চাঁদপুর-ঢাকা রুটে লঞ্চের যাত্রী বর্তমানে বেড়েছে।

গত কয় মাস পূবে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করায় লঞ্চের যাত্রী একেবারেই কমে যায় তাই যাত্রী শূন্যতায় পরে এই রুটের লঞ্চ গুলো। তাই কিছুদিন পূর্বে লঞ্চ মালিকরা এই রুটে রোটেশন সিস্টেম চালু করে। এবং নতুন কিছু নিয়ম-কানুন আনায়ন করেন তার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই রুটের যাত্রী অনেকটায় বেড়েছে যেটা চোখে পরার মতো।

 

পূবে হুলারহাট- ভান্ডারীয়া- কাউখালী- স্বরূপকাঠী- বানারীপাড়া- মিরারহাট- শিকারপুর- চৌধুরিরহাট- চাঁদপুর- ঢাকা এই রুটে প্রতিদিন লঞ্চ চলা-চল করতো ২/৩টি।

 

রোটেশন সিস্টেম চালু হওয়ার পর হুলারহাট- ভান্ডারীয়া- কাউখালী- স্বরূপকাঠী- বানারীপাড়া- মিরারহাট- শিকারপুর- চৌধুরিরহাট- চাঁদপুর- ঢাকা এই রুটে বর্তমানে প্রতিদিন লঞ্চ চলা-চল করে শুধুমাত্র ১টি। বর্তমানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এই রুটের সকল লঞ্চে নতুন করে ডেকারেশন ও রং করানো হয় এবং বিভিন্ন সুযোগ সুবিদা চালু করা হয় যাতে করে খুব সহজেই যাত্রীদের নজর কারতে পারে।

 

আজ বানারীপাড়া লঞ্চঘাটে সরেজমিনে দেখা যায় লঞ্চ যাত্রীদের ভিড় যা ছিলো চোখে পড়ার মতো। এই রুটের লঞ্চ একাধিক ঘাটে ঘাট দেওয়ার কারনে এবং রুটে একটি মাত্র লঞ্চ হওয়ার কারনে এই রুটে লঞ্চ যাত্রী অন্যান্য রুটের থেকে অনেক বেশি।

 

লঞ্চে যাত্রা আরামদায়ক হওয়ায় অনেকেই লঞ্চে যাতায়াত করতে পছন্দ করেন , ক্লান্তাহীর যাতায়াত করা যায় লঞ্চে তাই একটু সময় বেশি লাগলেও যত্রীরা লঞ্চে যাতায়াত করতে পছন্দ করেন বলে জানা যায় যাত্রীদের সাথে কথা বলে।

শেয়ার করুন