হা-ডু-ডু প্রতিযোগীতা ২০২৪ ইং -এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৪৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
হা-ডু-ডু প্রতিযোগীতা ২০২৪ ইং -এর শুভ উদ্বোধন
শফিক ইসলাম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
২১.০৯.২৪ খ্রী.
দিনাজপুরের পার্বতীপুর দূর্গাপুর চন্দ্রপুরে স্পেন বাংলাদেশ এগ্রো-ফুট লিমিটেড সংলগ্ন যশাই আমবাড়ী পাকা রাস্তার পার্শ্ব মাঠে আজ ২১.সেপ্টেম্বর/২৪ ইং শনিবার বিকেল ৪.৩০ মিনিটের সময় জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগীতা/২৪ ইং -এর শুভ উদ্বোধন হলো।
উদ্বোধনী খেলায় অংশ নেয়
পার্বতীপুর “বনাম” চিরিরবন্দর হোসেনপুর দল।
দূর্গাপুর খোকাপাড়া গ্রাম বাসীর আয়োজনে খেলার নির্ধারিত সময়ে পার্বতীপুর দলকে ২৮৩ – ১৭৬ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কনফার্ম করলো হোসেনপুর দল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মোঃ নজরুল ইসলাম সরকার চেয়ারম্যান ৬ নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ পার্বতীপুর দিনাজপুর।
মোঃ দুলাল হোসেন ইউপি সদস্য ৬ নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ। মোঃ আবু হানিফ ইউপি সদস্য ৬ নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ। মোঃ ফাইজুল ইসলাম সাবেক ইউপি সদস্য ৬ নং মোমিনপুর ইউনিয়ন পরিষদ। একরামুল হক চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। স্পেন বাংলাদেশ এগ্রো-ফুট লিমিটেড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ শামীম আহম্মেদ প্রমুখ:
বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার মধ্যে এটি অন্যতম খেলা। এই হাডুডু খেলাটি অতি জনপ্রিয় হলেও এর কোনো সঠিক নিয়ম-কানুন না থাকায় বিভিন্ন স্থানে এটি বিভিন্ন নিয়মে অনুষ্ঠিত হয়ে থাকে।
এই হাডুডু খেলাকে সময়ের বিবর্তনে কাবাডি নাম দেওয়া হয় সেই থেকে এই খেলা জাতীয় খেলার মর্যাদা পায়।
এই খেলার মাঠ আকার এবং খেলা বিশেষ কিছু নিয়মের ভিন্নতা রয়েছে- ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে খেলা হয়।
প্রতি দলে মোট ১২ জন করে খেলোয়াড় থাকে। সাতজন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি পাঁচজন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে। উভয় দলের খেলোয়াড় বিপক্ষের কোর্টে পয়েন্টর সংগ্রহের জন্য হানা দিতে স্পষ্ট করে কাবাডি কাবাডি শব্দ একদমে বা একটানা উচ্চারণ করতে থাকে। স্পর্শ বা ছুয়ে নিজ কোর্টে ফিরলে দলের জন্য যোগ হয় ৩ পয়েন্ট। অপর দিয়ে পয়েন্ট সংগ্রহ করতে গিয়ে ধরা পড়লে নিজ কোর্টে ফিরতে ব্যর্থ হলে ৫ পয়েন্ট খোয়া দিতে হয়। অর্থাৎ বিপক্ষ দলের স্কোর বোর্ডে তা জমা হয়। এভাবে নির্ধারিত নিদ্রিষ্ট সময়ের মধ্যে যার যত বেশি পয়েন্ট জমা হয় সেটির ভিত্তিতে জয় পরাজয় নির্ধানর হয়।