সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌ-বন্দরে নাব্যতা সংকট, ভিড়তে পারছে না পন্যবাহী জাহাজ

- আপডেট সময় : ০৪:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২১৫ বার পড়া হয়েছে

মোঃ মাসুম হোসেন অন্ত
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শুষ্ক মৌসুমে নাব্যতা সংকটের কারণে অচল হয়ে পড়তে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর, এতে ভিড়তে পারছে না পন্যবাহী জাহাজ উত্তরাঞ্চলের বেশিরভাগ সার এ বন্দরের মাধ্যমে সরবরাহ করা হয়। এ ছাড়া সিমেন্টের ক্লিংকার, কয়লা, পাথরসহ আরও বিভিন্ন পণ্য নিয়ে জাহাজ ভেড়ে এ বন্দরে।
চলতি মৌসুমে নাব্যতা সংকট তীব্র হওয়ায় তেলবাহী জাহাজগুলো লোড কমিয়ে কোনোভাবে বন্দরে আসলেও সারবাহী জাহাজগুলো বেশিরভাগ এখন যশোরের নওয়াপাড়া ঘাট ও খুলনা বন্দরে নোঙর করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নদীতে পানি কম থাকায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ডুবো চর জেগে ওঠায় অতিরিক্ত মালবোঝাই জাহাজ চলাচলে সমস্যা হয়।
এ অবস্থায় চলতি মৌসুমে উত্তরের ১৬ জেলায় সার ও জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রেও সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্দরে জাহাজ না আশার ফলে প্রায় ৫শ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে বাঘাবাড়ী বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করে তুলতে যত দ্রুত সম্ভব ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের নাব্যতা ফিরিয়ে আনার দাবি করছে সংশ্লিষ্টরা।