সাহাজাদাপুর অঞ্চল TMC সংখ্যালঘু সেল এর উদ্যোগ
- আপডেট সময় : ১০:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
মোমিন আলি লস্কর জয়নগর:-
জয়নগর বিধানসভার অর্ন্তগত সাহাজাদাপুর অঞ্চলে সাহাজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল এর উদ্যোগে, সমস্ত বুথের নেতৃত্বদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের হিটলার বিজেপি সরকারের যে ওয়াকফ্ সংশোধনী বিলের আইনের আনতে চাচ্ছে, তার, বিরুদ্ধে প্রতিবাদ, ও 2026 এ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে তাহার প্রস্তুতি সভা ,এবং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের দের নিয়ে একটি অঞ্চল সম্মেলন হবে ,তাহার প্রস্তুতি সভা হয়, জয়নগর দুই নম্বর ব্লকের খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন কেন্দ্রীয় সরকারের গরীব মানুষের একদিনের কাজের টাকা আটকে রেখেছে শুধু তাইনা তিনি বলেন কেন্দ্রীয় হিটলার সরকার একশো দিনের টাকা সহ আবাস যোজনার ওয়াকফ্ সংশোধনী বিল সহ একাধিক ইস্যু নিয়ে বিস্ফোরণ মন্তব্য করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি ,ওয়াহিদ মোল্লা এবং বাক্কার খান ,জিয়ারুল খান ,মনোরুদ্দিন নাইয়া, সারাফত সদ্দার ,সালাউদ্দিন মোল্লা, ইয়াসেল মোল্লা, আজিত গায়েন, এবং সমস্ত বুথের নেতৃত্ব ও কর্মী বৃন্দ