ব্রেকিং নিউজঃ
সান্তাহারে পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘির সান্তাহার দুর্গাপূজা উৎসব উপলক্ষে পূজা মন্ডপ পরিদর্শন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সান্তাহার পৌর শহরের ১১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, আদমদীঘি পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। দুর্গাপূজা যাতে সম্পন্ন হয় এদিকে কঠোর ভূমিকায় মাঠে থাকছে পুলিশ। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানাতে। পুলিশ সর্বক্ষণ তাদের সহযোগিতা করবে বলে জানান তিনি।