লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ১৭(সতের) টি স্মার্টফোন মোবাইল সেটসহ গ্রেফতার ০২জন।
- আপডেট সময় : ১১:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৭৬ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম, লোহাগাড়া থানার সুদক্ষ চৌকস পুলিশ অফিসার ইনচার্জ আতিকুর রহমানের দিক নির্দেশনা মোতাবেক দক্ষ অফিসার বৃন্ধ বিভিন্ন অভিযানে বিভিন্ন অপরাধ দমন করে পুলিশ প্রশাসনের সম্মান বৃদ্ধি করছেন এবং লোহাগাড়া বাসীর আস্থা অর্জন করছেন। তাঁর ঐ অংশ হিসেবে উক্ত তাং-০৪/১১/২০২২ইং, ধারা-৪১৩ পেনাল কোড; ১৮৬০ মূলে লোহাগাড়া থানায় কর্মরত এসআই/মো: রুহুল আমিন খান সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া সেনেরহাট বাজার সংলগ্ন হাজী রাস্তার মাথায় ০৩/১১/২০২২খ্রি: তারিখ ০৬:২০ ঘটিকার সময় অভিযান চালিয়ে ১৭(সতের)টি স্মার্টফোনসহ আসামী ১। মোঃ আসাব উদ্দিন(৪০), পিতা-মোঃ আবু তাহের, মাতা-রাবেয়া বছুরি, সাং-উত্তর দেয়ারকুল, ০৮নং ওয়ার্ড, দোহাজারী ইউপি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ সাকিব(২২), পিতা-মোঃ নুরুল আলম, মাতা-সেলিনা আক্তার, সাং-বড়হাতিয়া, ০৩নং ওয়ার্ড, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন যার মামলা নাম্বার নং-০৫, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।