ব্রেকিং নিউজঃ
রাজশাহীতে পুকুর থেকে ভেসে উঠলো যুবকের মৃতদেহ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার একটি পুকুর থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম সঞ্জিত দাস গনা (৪২)। তিনি ওই এলাকার মৃত কালীপদ দাসের ছেলে।
শনিবার সকালে স্থানীয়রা সঞ্জিতের লাশ সাগরপাড়া এলাকার কাউয়ুম ডাক্তারের পুকুরে ভেসে থাকতে দেখেন। স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, কী কারণে মৃত্যু হয়েছে সঞ্জিতের তা নিশ্চিত হওয়া যায়নি।তবে ময়নাতদন্তের পর বিষয়টি পরিস্কার হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।