ম্যাক পেপার এন্ড বোর্ড মিলস লিঃ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
- আপডেট সময় : ০১:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
কামরুল ইসলাম, চট্রগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার ম্যাক পেপার এন্ড বোর্ড মিলস লিমিটডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার ভেতরে থাকা প্রায় ৪০০ টন কার্টন ও বোর্ড পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি। গতকাল ভোর ৫ টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানাতে পারবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (বায়েজিদ জোন) আব্দুল্লাহ হারুন পাশা আজাদীকে বলেন, আগুন লাগার পর কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু তারা পেরে উঠছিলেন না। একপর্যায়ে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যায় এবং ৬ টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতা বেশি থাকায় কারখানার ভেতরে থাকা বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লাগে। বর্তমানে কারখানা নিরাপদে আছে বলেও জানান তিনি। মালামালের মধ্যে কী কী রয়েছে জানতে চাইলে তিনি বলেন, কার্টন ও বোর্ড জাতীয় মালামাল ছিল। পরিমাণ প্রায় ৪০০ টন। আগুন নিয়ন্ত্রণের পর মালামাল বের করে নিয়ে
আসা হয় জানিয়ে তিনি বলেন, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।।