মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও গালি দেওয়ায় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
- আপডেট সময় : ০৭:৩২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জুবায়ের হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাঁশজানী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক যুবায়ের হোসেন সাজু (২১) উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামের জিল্লুর রহমানের পুত্র। সে বীরগঞ্জ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র স্থানীয় সুত্রে জানা যায় অবুজ বালক জুবায়ের নামক ফেজবুক আইডি থেকে আজ দুপুর ১টার দিকে মহানবী (সা.) নিয়ে কটুক্তিমূলক পোষ্ট করেন। মূহুর্তেই সেটা ভাইরাল হয়ে গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মুফতী ওমর ফারুক ও ইসলামী যুব আন্দোলন ভূরুঙ্গামারী শাখার সভাপতি এস.এম. মনিরুজ্জামান এর নের্তৃত্বে ধর্মপ্রাণ মুসলমানগণ বাদ আসর জুবায়ের এর বাড়িতে যায়। কিন্তু তাকে না পাওয়ায় উপস্থিত জনতা বিক্ষোভ করেন। পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করলে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও ময়দান বিওপি ক্যাম্পের বিজিবির সহযোগীতায় পরিস্থিতি শান্ত করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ জুবায়েরকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে আসেন।
উপস্থিত জনতা থানা গেটে নাস্তিকের ফাসি চেয়ে চেয়ে বিভিন্ন স্লোগান দেয়। এমতবস্থায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কটুক্তীকারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
এবিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান বলেন আসামীকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।