মহান বিজয় দিবসে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধাঞ্জলি
- আপডেট সময় : ০৮:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
মাজেদুল ইসলাম, জলঢাকাঃ
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জলঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা।
সোমবার সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রসাশন, সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণের সাথে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জলঢাকা রিপোর্টার্স ইউনিটি। পরে উপজেলা প্রসাশন ও অন্যান্য সংগঠনের সাথে মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক মানবজমিনের বাদশা শাহ্জাহান, সাধারণ সম্পাদক দৈনিক সকালবেলার হারুন অর রশিদ, সহ-সভাপতি দৈনিক আজকের বসুন্ধরার সুমন আজাদ, কোষাধক্ষ দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন লিমন, কার্যকরী সদস্য দৈনিক আওয়ার নিউজের মাজেদুল ইসলাম স্বপন ও সদস্য মাহাবুল হকসহ অন্যান্য সংবাদকর্মী।