মহান বিজয় দিবসে শহিদ মিনারে এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখা।
- আপডেট সময় : ০২:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে লোহাগাড়া উপজেলাস্থ শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখা ।
জুম্মাবার সকাল ৯টায় জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়া আর সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন খানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় সাংবাদিক সংস্থা লােহাগাড়া শাখার উপদেষ্টা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থা লােহাগাড়া শাখার উপদেষ্ঠা বিভাগীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাষ্টার মুহাম্মদ মিয়া ফারুক,সহ-সভাপতি মাহমুদুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক এনামুল হক এনাম,অর্থ সম্পাদক সেলিম উদ্দিন,সহ-অর্থ সম্পাদক বাবুল চৌধুরী,প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউছার আলম,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি,তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সুমত রঞ্জন বড়ুয়া,মুক্তিযােদ্ধা বিষয়ক সম্পাদক আক্তার কামাল,ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ভান্ডারী এবং সদস্যদের মধ্যে খানে আলম,মনোয়ার হোসেন ও সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।