ময়মনসিংহের ফুলপুর সার ও কীটনাশকের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত
- আপডেট সময় : ০৬:১৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে সার ও কীটইনাশকের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
আজ ১৫অক্টোবর মঙ্গলবার, সন্ধ্যায় উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১জন সার ও কীটনাশক ব্যবসায়ীকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসানের প্রসিকিউশনে কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। উল্লেখ্য মেসার্স হাজী ট্রেডার্সকে নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার আল-আমিন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার নুরুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক, মোসলেমা খাতুন,স্মৃতি আক্তার, আব্দুর রহমান খান, মোস্তাক আহমেদ, সাইফুল ইসলাম।