ভ্যানে ফেন্সিডিল পরিবহন, পুলিশের হাতে আটক দুই
- আপডেট সময় : ০৭:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
পুলিশের অভিযানে একটি চার্জারভ্যান ও ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (৫-জুন) নীলফামারী জেলার জলঢাকা থানার পৌরসভার বগুলাগাড়ীর পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন—লালমনিরহার জেলার হাতিবান্ধা উপজেলার নাজির হোসেনের ছেলে সবুজ ইসলাম(২৮) ও আব্দুল আজিজ ইসলামের ছেলে ফারুক ইসলাম (২৫)।
থানাসূত্রে জানাগেছে, জলঢাকা থানার চৌকস অভিযান টিম পুলিশ সুপারের নির্দেশনায় ও জনাব অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে পৌরসভার পেট্রোল পাম্প বগুলাগাড়ী এরাকায় অভিযান চালিয়ে একটি চার্জারভ্যানে ১০০ বোতল ফেন্সিডিল পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে ০৫/০৬/২০২৪ ইং তারিখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১৩(গ)/ ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং ১০।