বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:৫০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ ভারতের পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের মুসলিম জনতা।
রবিবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নের সোনারায় বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ডোমার-নীলফামারী সড়ক প্রদক্ষিণ করে। একইদিন বিকালে উপজেলা শহরের বাটার মোড় থেকে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে আরেকটি মিছিল বের হয়।
মিছিলগুলোতে নের্তৃত্ব দেন স্থানীয় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতে পুরোহিত কর্তৃক ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রাম গিরি মহারাজ কর্তৃক সেসব কটুক্তির সমর্থনের প্রতিবাদ সহ বিচার দাবি করেন।