বিএনপি যেকোনো দুর্যোগে জনগণে পাশে থাকে: ডাক্তার জাহিদ
- আপডেট সময় : ১০:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি যেকোন দূর্যোগে এদেশের জনগনের পাশে থাকা দল। আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে কখনই বিদেশে চলে যাননাই। দেশেই থেকে তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার চেষ্টা করেছেন। তিনি বলেন ভয়াবহ বন্যায় শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী, নকলাসহ সকল স্থানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে শেরপুর জেলার বিএনপির সকল নেতাকর্মী কাজ করে যাচ্ছেন। শুধু ত্রাণ বিতরণ নয় বন্যা পূনর্বাসন কার্যক্রম পরিচালনার সময়ও মাঠে থাকতে হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন আজ ৮ অক্টোবর শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।
এসময় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ইকবাল মাহমুদ টুকু, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক, এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওহাব আকন্দ, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল এমপি, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়াল চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে বিএনপি নেতৃবৃন্দ ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলায় ত্রাণ বিতরণ করেন।