বাগমারার মুগাইপাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
মোঃ আতাউর রহমান
স্টাফ রিপোর্টার রাজশাহী:
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মো: আলমগীর হোসেন ও তার সহকর্মীরা। মুগাইপাড়া সহ আশেপাশের এলাকার পাঁচ শতাধিক গরীব মানুষ বিনা পয়সায় চিকিৎসা সেবা গ্রহন করে। এমন উদ্যোগ সামনে আরও দেখতে চান এলাকার গরীব লোকজনরা।ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহাব উদ্দীন, মচমইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহাবুর রহমান, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক মেম্বার সিরাজ কবিরাজ, শরীফ উদ্দীন, হাফেজ মাওলানা বাবুল হুসাইন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মাওলানা ফিরোজুল হক, ব্যাংক কর্মকর্তা মারুফ হাসান, বিএনপি নেতা দুলাল শাহ, হাসান মাহমুদ, ব্যবসায়ী গিয়াস উদ্দীন।
উল্লেখ্য যে,ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ভাবে সহযোগিতা করে, মুগাইপাড়া পাঠাগার ও সংস্কৃতি কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিপ্লবী নাগরিক সমাজ(বি.না.স.) এর সকল সদস্যবৃন্দ।