বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখা সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলার শাখা উদ্যোগে গফরগাঁও মহিলা কলেজের হল রুমে সমিতির সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি অবিসংবাদিত শিক্ষক নেতা অধ্যক্ষ মো:সেলিম ভুঁইয়া অনলাইনে যুক্ত হয়ে শিক্ষকদের উদ্যেশ্যে বলেন, অচিরেই বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হবে।আগামী ৫ অক্টোবর/২৪ সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে সকলশিক্ষকদের উপস্থিত থাকার আহবান জানান।
১৪সেপ্টেম্বর শনিবার সকালে গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে গফরগাঁও মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায়
ময়মনসিংহ জেলার শিক্ষক সমিতির সভাপতি এস, এম, মোমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক মো:আব্দুল মজিদ, ফুলবাড়িয়া উপজেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মো:আবু সাইদ,ভালুকা উপজেলার সাধারণ সম্পাদক মো:নাজমুল আলম, মহিলা সম্পাদিকা লুৎফুর নাহার বেগম প্রমূখ।