বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে এসএটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৯:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধ::
বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে এসএটিভি’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনার মাধ্যমে জন্ম দিন পালন করা হয়। এসএটিভি সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে দৈনিক মুক্তখবর ও দি বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি এবং সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহন মিনজি, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সহ-সভাপতি শওকত আলী, মোহনাটিভি জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, মাইটিভি জেলা প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু হানিফ, গেøাবালটিভি জেলা প্রতিনিধি মিজানুর রহমান,এনামুল কবির মুন্না প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাথে আছি সব সময় শ্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ট সংবাদ ও বিনোদন প্রচার করে এসএটিভি ১০টি বছর পেরিয়ে ১১ বছরে পা দিয়েছে। এসএটিভির জন্ম দিনে এসএ টিভির পরিবারের সবাইকে জন্ম দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এর পথচলা আরও দৃঢ় প্রত্যশা কামনা করেন।