বটিয়াঘাটায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শহররক্ষা বেড়ীবাঁধ হুমকির মুখে।
- আপডেট সময় : ১১:৪১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের তেঁতুলতলা ও কচুবুনিয়ার মাঝামাঝি স্থানে রিয়া এ্যাগ্ৰো ফিস্ লিঃ সংলগ্ন ভাঙ্গন এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধ বসে গিয়ে শহররক্ষা বেড়ীবাঁধ হুমকির মুখে পড়েছে । যেকোন মুহুর্তে শহররক্ষা ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পারে ১ নং জলমা ইউনিয়ন সহ খুলনা শহরের বড় বড় সরকারি-বেসরকারি স্থাপনা এবং হাজার হাজার একর জমির আমন ধানের ফসল ও ভেসে যেতে পারে মৎস্য খামার । সরেজমিনে গিয়ে ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, কিছু অবৈধ বালু ব্যবসায়ী কাজীবাছা নদী থেকে শহররক্ষা বেড়ীবাঁধ সংলগ্ন স্থানে বালু উত্তোলন করায় শহররক্ষা বেড়ীবাঁধ বসে গিয়ে ভেঙ্গে গিয়েছে । দ্রুত মেরামত করা না হলে জলমা ইউনিয়নের বিস্তির্ণ এলাকা সহ শহরের সড়ক সমূহ ও বড় বড় সরকারি-বেসরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনা তলিয়ে বিস্তির্ণ এলাকা প্লাবিত হবার আশংকা দেখা দিয়েছে । শহররক্ষা বেড়ীবাঁধ ফাটলের ঘটনা-কে কেন্দ্র করে নদী উপকূলীয় এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে । গতকাল বৃহস্পতিবার বেলা ১ টায বটিয়াঘাটা (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান ঘটনা স্থলে আসেন এবং পানি উন্নয়ন বোর্ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন । স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তপতী রাণী বিশ্বাস এপ্রতিবেদককে বলেন,রাতে জোয়ারের পানির চাপে শহররক্ষা বেড়ীবাঁধ ভেঙ্গে যাবার আশংকা রয়েছে । তবে আমরা স্থানীয় ভাবে সেচ্ছা শ্রমের মাধ্যমে সাময়িক ভাবে মেরামতের উদ্দ্যোগ গ্ৰহণ করেছি ।