বটিয়াঘাটায় আসিক বিন আজাদ খুলনা বিভাগের ইউআরসির শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত ।
- আপডেট সময় : ১২:২৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
বটিয়াঘাটায় প্রাথমিক শিক্ষায় অসামান্য অবদানের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ জেলা ও বিভাগীয় পর্যায়ে ইউআরসি শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন বটিয়াঘাটার আসিক বিন আজাদ । উল্লেখ্য তিনি, ২০১৯ সালেও জেলা পর্যায়ে ইউআরসি শ্রেষ্ঠ সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছিলেন । তিনি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১১৫ টি বিদ্যালয়ের সকল বিদ্যালয় ৪ মাসের মধ্যে পরিদর্শন করতে সক্ষম হয়েছেন । যে কাজটা অনেক কষ্টের ও পরিশ্রমের হলেও তা করে এবং শিক্ষায় অসান্য অবদান রাখায় উক্ত পদকে ভূষিত হয়েছেন । অন্যদিকে বটিয়াঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে সহকারী ইন্সট্রাক্টর আসিক বিন আজাদ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২২ এ জেলা ও বিভাগীয় পর্যায়ে ইউআরসি শ্রেষ্ট সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ । প্রদত্ত বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি সমীর কুমার রায়, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, প্রধান শিক্ষক প্রভাষ গাইন,আরতি রাণী গোলদার,নির্মলা,চক্রাখালী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি যুগোল কিশোর গোলদার প্রমূখ ।