বগুড়ায় নতুন ভোটারের ছবি তুলে বাড়ি ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর, গুরুতর আহত ১

- আপডেট সময় : ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধি
নতুন ভোটারের ছবি তুলে বাড়িতে ফেরার পথে বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের আরেক বন্ধু গুরুতর আহত হয়েছে।
নিহতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় রেদওয়ান জানান, সকালে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে বিইল থেকে মির্জাপুর স্কুলে নতুন ভোটারের ছবি তুলতে যায়। ছবি তুলে ১১টার দিকে বাড়ি ফিরছিল। এ সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের টাকা নিচে পড়ে পিষ্ট হয়ে শুভ ইসলাম ও হৃদয় হাসান ঘটনাস্থালে মারা যায়। মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়ার শেরপুরে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে থাকলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩জন বন্ধু নিহত হয়েছে। তারা সকলে খানপুর ইউনিয়নের কয়েরখালি গ্রামের বাসিন্দা।