বগুড়ার মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ আটক -১

- আপডেট সময় : ০৯:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি:
৪ আর্মড ব্যাটালিয়ন বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মোঃ ফরহাদ আলী খাঁ(৬০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এপিবিএন বগুড়ার একটি টিম।
১৮ জানুয়ারি (বুধবার) বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সদর থানাধীন বাঘোপাড়াস্থ নিউ চলাচল ফিলিং ষ্টেশন রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরহাদ খাঁ কে গ্রেফতারসহ ২৫ (পঁচিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিও ১ টি ইধলধল ঈঞ-১০০ সিসি মোটরসাইকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরহাদ পাবনা জেলার বেড়া থানার জগনাথপুর গ্রামের মৃত গনি খাঁ এর ছেলে।
“৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম বিপিএম সেবা) এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নের্তৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ আল-আচানুল কবির, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোঃ সরোয়ারদী হোসেন, এএসআই(নিঃ) মোঃ গোলাম সারোয়ার, কং/মোঃ শারাফাত হোসেন, কং/মোঃ মানিক মিয়া, কং/পারভেজ হোসেন এবং নারী কং/মোছাঃ কুলছুম খাতুন এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
” ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার পুলিশ পরিদর্শক মোঃ আরিফ আলী জানান, এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।