ব্রেকিং নিউজঃ
বগুড়ার নারুলীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

শাহজাহান আলীঃ
- বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়া সদর থানাধীন নারুলী দক্ষিণ পাড়া এলাকায় রাব্বি মিয়া(২৮) নামে এক যুবককে অজ্ঞাত এক ব্যক্তি ছুরিকাঘাত করেছে।
২৪ অক্টোবর(মঙ্গলবার) সকাল আনুমানিক ৭ টার দিকে বগুড়া সদরের নারুলী দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্হানীয়রা রাব্বিকে আহত অবস্হায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
রাব্বি মিয়া(২৮) কে পিঠে ছুরি দ্বারা আঘাত করা হয়েছে। আহত রাব্বি বগুড়া সদরের নারুলী দক্ষিণ পাড়া এলাকার আসলামের ছেলে।
নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এঘটনায় আসামীকে শনাক্ত করা হয়েছে, আমাদের একাধিক পুলিশ টিম আসামিকে গ্রেফতার করতে মাঠে কাজ করছে। তবে এবিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।