প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির কুলতলীতে
- আপডেট সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং
প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির।দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির থানার অন্তর্গত কাঁটামারী গ্রামে।বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল রবিবার। এদিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান নারী ও পুরুষ। কলকাতার প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের চক্ষু হাসপাতাল চিকিৎসকরা।এদিনের শিবির আয়োজন করে কুলতলির কাঁটামারী বালক সংঘ।বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী তথা সাংবাদিক সমতল নস্কর বলেন এলাকার অসহায় মানুষের কথা মাথায় রেখে এমন উদ্যোগ। এছাড়া বলেন এদিন ৪২৭ জন ব্যক্তি চক্ষু পরীক্ষা করান এদিনের শিবিরে থেকে।পরীক্ষার ১২৮ জনের চোখে ছানি ধরা পরে। এবং যাদের চশমা প্রয়োজন তাদেরকে বিনামূল্যে দেয়া হবে ২৮৭। এই সমস্ত রোগীদেরকে ছানি অপারেশন ও বিনা মূল্যে করানো হবে বলে তিনি জানান। উপস্থিত ছিলেন প্রেমানন্দ হাসপাতালের ম্যানেজার মার্ক মলয় বাবু,রাজীব পাঁজা, গৌতম সরকার, পার্থ সাহা,ডক্টর প্রতাপ ঢালী, সিস্টার প্রীতি দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।