পুলিশের অভিযান ছিনতাইকারী সহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ১০:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম থেকে কামরুল ইসলাম –
চট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে এক মাঝিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ফটিকছড়ি ও পতেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান।
তিনি বলেন, ৪ অক্টোবর বেলা ১১টার দিকে পুরাতন ফিশারিঘাট এলাকা থেকে মাছ ধরার নৌকার মাঝি মো. কামরুল হোসেনকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মোবাইলে পরিবার ও নৌকার মালিকের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চান। টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ফটিকছড়ি ও পতেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।