পাবনার ঈশ্বরদীতে ৬ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ১১:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনার (খ সার্কেল) ঈশ্বরদী’র পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি মাদকবিরোধী রেডি টিম নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলপাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার উপর আসামী মো: ইয়াসিন আলী খান (৪৫),পিতা- মো: এসকেন আলী খান,মাতা- মোসাঃ হাসিনা খাতুন ,গ্রাম- মাজদিয়া মাদ্রাসা পাড়া,থানা- ঈশ্বরদী জেলা- পাবনা ঘেরাও পূর্বক আটক করে দেহ ও তার মাথায় থাকা একটি সিলভার ছেনি তল্লাশি করে উক্ত ছেনির ভিতরে টিনের ঢাকনা দিয়ে ঢাকা নাট বল্টু দ্বারা আটকানো অবৈধ ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার পূর্বক আসামিকে গ্রেফতার করা হয়।
উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা রজু করা হয়।