ব্রেকিং নিউজঃ
পাবনায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত
উজ্জল প্রধান,মফস্বল সম্পাদক
- আপডেট সময় : ১১:০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
পাবনা’য় দূর্বৃত্তদের ছুড়িকাঘাতে একাদশ শ্রেণির একজন ছাত্র নিহত হয়েছে।
(রবিবার) ১৭ই নভেম্বর রাত ৮ টা ৩০ মিনিটে পাবনা শহরস্থ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুষার (২০) পাবনা শহরের রাধানগর এলাকার ময়দানপাড়া এলাকার আব্দুল মান্নান এর ছেলে ও পাবনা শহরস্থ জুবলী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
জানা যায়, পাবনা খেয়াঘাট এলাকায় অজ্ঞাতনামা দূর্বৃত্তদের ছুড়িকাঘাতে পড়ে থাকা অবস্থায় তুষার কে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দ্বায়িত্ব প্রাপ্ত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর পেয়ে পাবনা জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান সদর হাসপাতাল পরিদর্শন করেন। এবং
তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান।