নেত্রকোণার কলমাকান্দায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল সড়কে

- আপডেট সময় : ০৬:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার পূর্বধলায় বিকেলে নিখোঁজের পর সকালে বাড়ির পাশে সড়কের কিনার থেকে আব্দুল্লাহ্ (৬) নামের এক ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রাম থেকে দেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত আব্দুল্লাহ্ ছোছাউড়া গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে। সে পূর্বধলা উপজেলার ছোছাউড়া মডার্ন আইডিয়াল স্কুলের নার্সারির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান, গত সোমবার (১৬ জানুয়ারি) বিকাল চারটার দিকে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ। তাকে খোঁজে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করা হয়।
পরে মঙ্গলবার ভোর ছয়টার দিকে স্থানীয়রা শিশুটির লাশ পড়ে থাকতে দেখলে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। শিশুটির মুখ, ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। লাশটি সুরত হাল রেকর্ড শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের ছিন্ন রয়েছে, তদন্তের মাধ্যমে দ্রুত জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।