ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
গাজীপুরে ১০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা শিশু সুরক্ষা ও দ্রুত বিচার দাবিতে প্রশাসনে স্মারকলিপি প্রদান গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি চলছে  বগুড়ার শেরপুরে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ আন্তঃ জেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার কুড়িগ্রামের যাত্রাপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার  যুবককে আটক করায় কুড়িগ্রামে পুলিশের গাড়িতে হামলা জয়পুরহাটে ইট ভাটা চালু রাখার দাবীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধ খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ দৌলতপুরে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার , আটক আওয়ামী লীগ নেতা।

নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

‘প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই’ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

এ সময় বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি হচ্ছে এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। যে কারণে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি। অনতিবিলম্বে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়। শুধুমাত্র কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান,মুখপাত্র জান্নাত তহুরা তন্বী, আহ্বায়ক সদর খন্দকার আল ইমরান, সদস্য-সচিব সদর মুহি।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

নারী ও শিশুদের প্রতি সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

আনোয়ার সাঈদ তিতু,

কুড়িগ্রাম প্রতিনিধি:-

‘প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই’ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

 

সোমবার (১০ মার্চ) সকাল ১০টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

এ সময় বক্তারা বলেন, দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি হচ্ছে এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। যে কারণে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি। অনতিবিলম্বে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন, যেখানে নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের আহ্বান জানানো হয়। শুধুমাত্র কঠোর আইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান,মুখপাত্র জান্নাত তহুরা তন্বী, আহ্বায়ক সদর খন্দকার আল ইমরান, সদস্য-সচিব সদর মুহি।

শেয়ার করুন