নওগাঁ দৈনিক বাংলাদেশের খবর কেক কেটে ৯ম বর্ষপূর্তি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:৫১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
জাতীয় দৈনিক‘বাংলাদেশের খবর’ পত্রিকার সাফল্যের সঙ্গে পথচলার ৯ম বর্ষ অতিক্রম করে ১০ বছরে পদার্পণ করেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়
নওগাঁর কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারের কেক কেটে কর্মসূচির পালন করা হয়েছে।বাংলাদেশের খবর পত্রিকাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের খবরকে বেশি প্রাধান্য দেওয়ার আহবান জানান অতিথিরা । অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের খবরের নওগাঁ জেলা প্রতিনিধি এম এ রাজ্জাক কে কেক খাইয়ে দিয়ে বর্ষপূতিতে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নাজমুল হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো.সাদেকুল ইসলাম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী, বেলাল বৈশাখী টিভির নওগাঁ জেলা প্রতিনিধি রুমন হোসেন,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ,এটিএন নিউজের জেলা প্রতিনিধি আব্দুল রাকিব, নিউজ ২১ টিভির জেলা প্রতিনিধি অন্তর হোসেন,দৈনিক বিজনেস বাংলাদেশ প্রত্রিকার জেলা প্রতিনিধি সবুজ হোসেন,বাংলাদেশ সমাচার প্রত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামানসহ প্রমুখ।