এবিসি ন্যাশনাল নিউজ২৪ ইপেপার

ব্রেকিং নিউজঃ
জেলা প্রশাসনের ব্যাপক নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন জয়পুরহাটে রামদেও বাজলা প্রিমিয়ার লিগের(সিজন ৮ ) ফাইনাল খেলা অশনুষ্ঠিত বটিয়াঘাটার ছাচিবুনিয়ায় শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব হয়েছে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুক্তির জন্য – এমপি প্রার্থী পাপুল  আদমদীঘিতে দই-মিষ্টির দোকানে ৯ হাজার টাকা জরিমানা  ভূরুঙ্গামারীতে ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান  বগুড়ার তথাকথিত ‘মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু বাগমারায় ছুরিকাঘাত ও গনপিটুনিতে নিহত-২  আহত ৬ পুলিশ সদস্য  আমতলী তে স্ত্রী কে কুপিয়ে হাত কর্তন করলো স্বামী। বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে ভুটানের প্রধানমন্ত্রী বৈঠক আগামী পরশু রাম নবমীতে শান্তি শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ মমতার 

ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলা

আতিকুল ইসলাম আতিক, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী হাটের কাঁচা রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন টিক্কা ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি। এ ঘটনায় তিনি বাদি হয়ে ৬ জনকে আসামি করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করে। 

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অনুমান পৌনে ৭ টার দিকে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকে একা পেয়ে পরিকল্পিত ভাবে কাষ্টসাগর গ্রামের আব্দুল মালেক খন্দকারের ছেলে চাঁন মিয়া (৪২), শফিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৩০), মৃত ইসাহাক খন্দকারের ছেলে রাসেল (৩০), ভাসান (২৮) ও চাঁন মিয়ার ছেলে বাঁধন (১৯) পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করলে চাঁন মিয়া হুকুম দিয়ে বলে যে, “তোর কারণে চুরি মামলার আসামী হয়েছি, টাকা খরচ হয়েছে, টাকা না দিলে শালাকে আজ প্রাণে শেষ করে ফেল” এই হুকুম পাওয়া মাত্র শফিকুল ইসলাম বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার মাথা লক্ষ্য করে আঘাত করলে আঘাতটি তার কপালে লেগে ফুলা জখম হয়। তখন সে মাটিতে পড়ে গেলে চাঁন মিয়া ও তার লোকজন লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাথারী মারপিট করে। এ সময় রফিকুল ইসলাম ওই সাংবাদিকের পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 

ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ধুনট থানায় একটি এজাহার দায়ের করেছি। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার ধুনট প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর হামলার ঘটনা সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

নিউজটি শেয়ার করুন

ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় : ১১:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪

ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলা

আতিকুল ইসলাম আতিক, ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী হাটের কাঁচা রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন টিক্কা ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি। এ ঘটনায় তিনি বাদি হয়ে ৬ জনকে আসামি করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করে। 

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অনুমান পৌনে ৭ টার দিকে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকে একা পেয়ে পরিকল্পিত ভাবে কাষ্টসাগর গ্রামের আব্দুল মালেক খন্দকারের ছেলে চাঁন মিয়া (৪২), শফিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৩০), মৃত ইসাহাক খন্দকারের ছেলে রাসেল (৩০), ভাসান (২৮) ও চাঁন মিয়ার ছেলে বাঁধন (১৯) পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করলে চাঁন মিয়া হুকুম দিয়ে বলে যে, “তোর কারণে চুরি মামলার আসামী হয়েছি, টাকা খরচ হয়েছে, টাকা না দিলে শালাকে আজ প্রাণে শেষ করে ফেল” এই হুকুম পাওয়া মাত্র শফিকুল ইসলাম বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার মাথা লক্ষ্য করে আঘাত করলে আঘাতটি তার কপালে লেগে ফুলা জখম হয়। তখন সে মাটিতে পড়ে গেলে চাঁন মিয়া ও তার লোকজন লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাথারী মারপিট করে। এ সময় রফিকুল ইসলাম ওই সাংবাদিকের পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 

ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ধুনট থানায় একটি এজাহার দায়ের করেছি। 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার ধুনট প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর হামলার ঘটনা সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন