দিনাজপুর রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত
- আপডেট সময় : ০৫:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর রংপুর মহাসড়কের ৩নং ফতেজংপুর ইউপির দেবীগঞ্জ বাজারে সামনে সড়ক দুর্ঘটনায় ১ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নগর বিন্নাকুরী গ্রামের কেশব দত্তের ছেলে টুটুল দত্ত(২০)।
স্থানীয় ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের ৩নং ফতেজংপুর ইউপির দেবীগঞ্জ বাজারে সামনে মটরসাইকেলে যাওয়ার সাময় রাস্তা পাশে থাকা বালুতে পিছলে মহাসড়কের মাঝখানে পড়ে যায়। ঠিক সেই সময়ই অজ্ঞাতনামা একটি বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনর্চাজ(ওসি)মোঃ রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। দিনাজপুর রংপুর মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক করি। নিহত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের পরিবার কে খবর দেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।