দাম কমানো, জান বাঁচাও’ স্লোগানে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৭:৪৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় “দাম কমাও, জান বাঁচাও, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করো” এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উলিপুর উপজেলা শাখা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর ) সকালে উলিপুর উপজেলা সিপিবি কমিটির আয়োজনে উলিপুর শহরে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট (গবা মোড়)এ জেলা ও উপজেলার নেতৃবর্গ সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি উপেন্দ্রনাথ সরকার, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, উলিপুর উপজেলা কমিটির সহঃ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুব্রতা রায়, কুড়িগ্রাম জেলা কমিটির কৃষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুর মোহম্মদ আনসার।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে ঠিকই কিন্তু গণ মানুষের মুক্তি মেলেনি এখনো। তাঁরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেও জনগণের পক্ষে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন এবং টিসিবি কার্ড বাতিল করে রেশন প্রথা চালু করার দাবী জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বজিত সিং বাপ্পা, ফয়েস উদ্দিনসহ প্রমুখ।