তাহিরপুরে সেচ্ছাসেবী সংগঠনে আত্মপ্রকাশ অনুষ্ঠান ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ
- আপডেট সময় : ০৯:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আমির হোসেন
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক ও মানবিক সেবার লক্ষ্যে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির আত্মপ্রকাশ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,তাহিরপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) মনিবুর রহমান।
সভাপতি আশরাফুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও সহ-প্রচার উপদেষ্টা মু. মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন রশিদ তালহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের অফিস উপদেষ্টা শাহজাহান আলী, সহ- অর্থ উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, আইন উপদেষ্টা আব্দুল আলীম ইমতিয়াজ, শিক্ষা উপদেষ্টা মো. গোলাম কিবরিয়া, সমাজসেবা উপদেষ্টা ইয়াকুব হোসেন, প্রচার উপদেষ্টা রাখাব উদ্দিন বিপ্লব, সহ সভাপতি মনির হোসাইন, সালাহউদ্দিন সুজা, আব্দুল্লাহ আল মুনাঈম, সাধারণ সম্পাদক খুরশেদ আলম মহসিন, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান প্রমুখ
প্রধান অতিথি বক্তব্যে মনিবুর রহমান বলেন, তাহিরপুরের পিছিয়ে পড়া কোমলমতি শিশু-কিশোরদের শিক্ষা, স্বাস্থ্যসহ সকল মৌলিক বিষয় এবং এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার যে প্রত্যয় নিয়ে তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে কাজের মাধ্যমে তার প্রমাণ দিয়ে যাবে আশা করছি। শিশুদের নৈতিক ও সুস্থ সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের এই কার্যক্রমে তাহিরপুর থানা সবসময় তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
পরে অতিথিবৃন্দ প্রায় অর্ধশত এতিম ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন।