ঠাকুরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক

- আপডেট সময় : ০৭:৪৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের মহেষপুর হামিউ সুন্নাহ্ নুরানী হাফেজিয়া লিল্লাহ বোডিং মাদ্রাসার শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে ঐ প্রতিষ্ঠানের রজব আলী (২৫) নামের শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার বিষয়টি ধর্ষণের শিকার ঐ শিশুর মাধ্যমে এলাকায় জানাজানি হওয়ার পর থানায় অভিযোগ করেন অভিভাবক। এ ঘটনায় পুলিশ তৎপর হয়ে ঐ মাদ্রাসার শিক্ষককে আটক করে। ২৮ আগষ্ট সোমবার বিকেলে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন আসাদুজ্জামান রাণীশংকর থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ধর্ষণকারী রজব আলী নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষনপুর চোরলপাড়া গ্রামের আব্দুল ছালামের ছেলে।
ঘটনার পরেই এই রজব আলী গা ঢাকা দেয়।
তিনি আরো জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে আটক করে রানীশংকৈল থানায় নিয়ে আসে। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।