জামালগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৬:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধ::
জামালগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ।
কমিশনের প্রচার সম্পাদক ও জামালগঞ্জ প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ থানার (ভারপ্রাপ্ত)অফিসার ইনচার্জ মীর মুহাম্মদ আব্দুন নাসের। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী , সম্মিলিত সমাজ সেবা সংগঠনের সভাপতি নুরুল হক আর্মি, ফেনারবাক ইউনিয়নের সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ মানবাধিকার কমিশনের সহ সভাপতি তাহমিনা বেগম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক তোফাজ্জল ইসলাম, মানবাধিকার কর্মী রাহাদ আলম হৃদয় সহ সংগঠনের নেতৃবৃন্দ।