জমি নিয়ে বিরোধে জোড়া খুন : প্রধান আসামি গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

দিনাজপুর,প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে জোড়া খুনের মামলার প্রধান আসামি মোজাহার আলী মন্ডলকে (৬৩) গ্রেপ্তার করেছে র্যাব। তার আত্মগোপনের একদিন পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে রংপুরের ধাপ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
র্যাব জানায়, গত বুধবার সকাল ৯টার দিকে উপজেলার খোদাতপুর গ্রামের হায়দার আলীর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও ভাতিজা রাকিব হোসেন মন্ডল (২২) জমিতে পানি দিতে যান। এ সময় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে গ্রেপ্তারকৃত আসামি আজাহার আলী মন্ডল ও তার সহযোগিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এরপর পরিবারের লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।