জনকল্যাণ ও মানবসেবায় এগিয়ে যাচ্ছে উস্তি অঞ্চলের উপপ্রধান এডভোকেট মিকাইল মোল্লা

- আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের ১১৮নাম্বার, বুথে প্রায় এক লাখ নব্বই হাজার টাকার বিনিময়ে তৈরি করা হয়েছে নতুন ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। গত বর্ষায় রাস্তাটি বেহাল দশায় ছিল। মানুষের যাতায়াতের জন্য প্রায় অযোগ্য হয়ে ওঠে। কিন্তু পরবর্তীতে উস্তি অঞ্চলের দখল করে তৃনমূল দল। এবং পঞ্চায়েত দখল করে উপপ্রধান হয় এডভোকেট মিকাইল মোল্লা। তিনি যখন থেকেই তার পঞ্চায়েতের উপপ্রধান হয়েছে, তখন থেকেই তিনি সাধারণত মানুষের সেবা করার জন্য এগিয়ে এসেছেন। সেই সঙ্গে তাঁর পঞ্চায়েত এলাকায় পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ার সরকারের ক্যাম্প স্থাপন করেন। এবং তার এলাকায় মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। কিছুদিন আগে তার এলাকায় একটি দেউলা স্টেশন থেকে পদমুয়া এলাকা পযন্ত একটি পাকা ঢালাই করা রাস্তা করেন এবং তার এলাকায় একটি জলের ডিপটিউয়াল নির্মাণ করেন। তার পর তার পঞ্চায়েত এলাকায় ১১৮নাম্বার, বুথের কয়েক হাজার মানুষের সেবা প্রদান করতে তিনি প্রায় এক লাখ নব্বই হাজার টাকার বিনিময়ে পাকা ঢালাই রাস্তা নির্মাণ করছেন। এই রাস্তা নির্মাণ করার মধ্যে দিয়ে আগামী দিনে নিজের এলাকায় আরো অনেক কাজ করার চেষ্টা করবেন বলে জানান উপপ্রধান এডভোকেট মিকাইল মোল্লা। তিনি তার তৃনমূল দলের নেত্রী এবং পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জন উন্নয়নের কাজের মধ্যে দিয়ে তার এলাকাকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইছেন। তার পঞ্চায়েত এলাকায় জন উন্নয়নের কাজের জন্য সহায়তা করছেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন এবং মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর কারিগরি সহায়তা ও জনস্বাস্থ্য দপ্তরের কর্মধক্ষ্য এবং তৃনমূল দলের অন্যতম সাধারণ সম্পাদক শ্রী মানবেন্দ্র মন্ডল ও তৃনমূল দলের মগরাহাট পশ্চিমের ব্লক যুব সভাপতি ইমরান হাসান মোল্লা এবং তৃনমূল দলের অন্যতম মাইনরিটি দলের চেয়ারম্যান ও মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর গনপরিবহন ও পুরত দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা। উস্তি অঞ্চলের উপপ্রধান এডভোকেট মিকাইল মোল্লা তার পঞ্চায়েত এলাকা মডেল পঞ্চায়েত এলাকা স্থাপনের জন্য সবধরনের সহায়তা করবেন বলে জানান।