গোপালগঞ্জের কাশিয়ানীতে- গ্রাম আদালতে বাড়ছে মানুষের আস্থা ৮০টি ঘটনা নিষ্পত্তি
- আপডেট সময় : ০৮:৪২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত ধীরে ধীরে সবার আস্থার প্রতীক হয়ে উঠছে।
এক বছরে সাজাইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৮০টি ঘটনা নিষ্পত্তি করা হয়েছে। প্রতিষ্ঠিত এ গ্রাম আদালত ইউপি সদস্যদের নিয়ে জুরি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হয়। আর এতেই জনগণের আস্থায় পরিণত হচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতটি। গ্রাম আদালতে সেবা পেয়ে ও সমাধান পেয়ে জনগণও হচ্ছে খুশি, বাড়ছে আস্থা।
স্থানীয় বিচার প্রার্থীরা বলেন, আমরা দরিদ্র মানুষ। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পেয়ে আমরা খুশি। মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন চক্কর ও অর্থ অপচয় থেকে মুক্তি পেয়েছি। নিজের গ্রামেই বিচার হয়। বাড়তি কোনো টাকাপয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না।
ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম সেলিম বলেন, প্রথম প্রথম গ্রাম আদালতের বিচার নিয়ে গ্রামবাসীর মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করত। পরে ন্যায়বিচার পেয়ে মানুষের সন্দেহ কাটে। যার ফলশ্রুতিতে গত এক বছরে পারিবারিক কলহ, জমিসংক্রান্ত বিরোধ, মারামারি সংক্রান্ত ৮০ টি ঘটনার নিষ্পত্তি হয়েছে এ গ্রাম আদালতে।
তিনি বলেন, অধিকাংশ বিচারে আমার থাকার সুযোগ হয়েছে। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ বিচার চেয়ে সুষ্ঠু ও ন্যায়বিচার পেয়েছেন। যেটা আমাদের কাছে খুব শান্তিদায়ক। কারণ নিজের গ্রামেই বিচার হয়। বাড়তি কোনো টাকা-পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না। গ্রামের মানুষ বিচার চেয়ে ন্যায়বিচার পেয়েছেন।