খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
গতকাল ১২ মার্চ বুধবার দুপুর সাড়ে ৩ টায় খুলনা মহানগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এর সভাপতিত্বে এক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বিগত কল্যাণ সভায় প্রস্তাবিত সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়ে পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো পূরণে সংশ্লিষ্ট অফিসারদেরকে নির্দেশনা প্রদান করেন। সভায় খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম পবিত্র রমজানে সুস্থ থেকে ডিউটি পালনের জন্য ইফতার ও সেহরিতে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষ্যে মার্কেট ও বিপণিবিতান গুলোতে ক্রয়-বিক্রয়, ব্যবসা-বাণিজ্য, অর্থের লেন-দেন বৃদ্ধি পাবে। এসময় চুরি ছিনতাই রোধে এবং অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে খুলনা মেট্রোপলিটন পুলিশকে সর্বোচ্চ সতর্ক থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সকল পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সকে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। কেএমপির কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে আর্থিক লেনদেন, মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা এবং নৈতিক স্খলনের অভিযোগে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ লাইন্স ব্যারাক, থানা, ফাঁড়ি কম্পাউন্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।
কল্যাণ সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ কুতুব উদ্দিন-সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।