কোমলমতি শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা প্রদান।

- আপডেট সময় : ০৬:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ৪৩৪ বার পড়া হয়েছে

এবিসি নিউজ ডেস্ক।
আজ ০৬-১১-২০২২ ইংরেজি, রোজ রবিবার। ভেড়ামারা উপজেলার অন্তর্গত ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এর কোমলমতি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদানে সাহস ও উৎসাহ প্রদানে তাদের অভিভাবক তথা বাবা-মায়েরা উপস্থিত ছিলেন।
টিকা প্রদানকালে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহাদৎ হোসেন, বর্তমান সভাপতি মোঃ তৌহিদ সরোয়ার চপল, সহ-সভাপতি জীবন রহমান নান্টু, অভিভাবক সদস্য মোঃ শরিফুজ্জামান সেলিম অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম খান সহ বিদ্যালয়ের শিক্ষিকা মন্ডলী।
ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উৎসব মুখর পরিবেশে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়। এলাকাবাসী প্রাণঘাতী মহামারী করনা ভাইরাস প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এরকম পদক্ষেপ বা টিকা প্রদানকে সাধুবাদ জানাই এবং বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অত্র বিদ্যালয়ের টিকা প্রদান ও কার্যক্রম পরিচালনা করেন বাবু আহম্মেদ।