কেএমপি, লবণচরা থানা পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা সহ ২ জন আটক

- আপডেট সময় : ০৬:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি: –
কেএমপির লবণচরা থানা পুলিশের একটি টিম গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লবণচরা থানাধীন বটিয়াঘাটা উপজেলার বিশ্বরোড এলাকার সবুজের হোটেলের সামনে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে খুলনা খালিশপুর এলাকার ক্রিসেন্ট পিপলস মিলস্ বিআইডিসি রোড এলাকার মৃতঃ জাহাঙ্গীর হোসেন’র পুত্র মোঃ সোহেল (২৮) কে ৩ কেজি গাঁজা ও ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈকাঠি এলাকার মৃত: ভোলানাথ হালদার’র পুত্র দিলীপ হালাদার (৫৮) কেএমপির সোনাডাঙ্গা থানার এ/পি বক্সপাড়া ঘোষবাড়ি আজাদের ভাড়াটিয়া এর হেফাজত হতে ৫ কেজি গাঁজা সহ দুই জনের কাছ থেকে মোট ৮ কেজি গাঁজা সহ আটক করে জেলহাজতে প্রেরণ করে । যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা । এ ব্যাপারে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল ১৭ নং মামলা রুজু হয়েছে।উক্ত দিলীপ হালাদারের নামে ১ টি এবং মোঃ সোহেল এর নামে বিভিন্ন থানায় ০৫ টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।